‘মোল্লা ওমরের মৃত্যু পরবর্তী পরিস্থিতি অনিশ্চিত’

আফগান তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর তালেবান ও আফগানিস্তানের পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র।

>>রয়টার্স
Published : 2 August 2015, 06:02 AM
Updated : 2 August 2015, 06:21 AM

শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আফগান তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে নিশ্চিত করেছে, কিন্তু তালেবান নেতার মৃত্যুর ফলাফল কী হতে পারে তা অনিশ্চিতই রয়ে গেছে।    
 
বিবৃতিতে বলা হয়েছে, “তার মৃত্যু নিরাপত্তা ও স্থিতিশীলতার পথে আফগানিস্তানকে আরো এগিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করেছে।”  
 

Mullah Omar of Afghanistan's Taliban regime is shown in this undated U.S. National Counterterrorism Center image. Reuters

তালেবানের পলাতক নেতা মোল্লা মোহাম্মদ ওমর দুই বছর আগেই মারা গেছেন, বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল আফগান সরকার। পরে মোল্লা ওমরের মৃত্যুর খবরটি তালেবানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। 
২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে ক্ষমতা হারায় তালেবান, তারপর থেকে তাদের নেতা মোল্লা ওমরকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি।