‘পরমাণু চুক্তি বিষয়ে সিদ্ধান্তের ক্ষমতা সংসদের নেই’

বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার ইরানের সংসদের নেই বলে মনে করেন দেশটির শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিক।

>>রয়টার্স
Published : 1 August 2015, 04:31 PM
Updated : 1 August 2015, 04:31 PM

ইরানের অটমিক এনার্জি এজেন্সির প্রধান আলি আকবর সালেহির বরাত দিয়ে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, “অন্য দেশের সঙ্গে কোনো ধরণের চুক্তি করতে চাইলে সরকারকে সেটা সংসদের সামনে পেশ করতেই হবে এমন কোনো বাধ্য বাধকতা নিশ্চিত ভাবেই নেই।”

“যৌথভাবে কাজ করার পরিকল্পনা হুমকি নয় বা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়। আমি বুঝতে পারছি না, কিসের ভিত্তিতে এটা সংসদে উঠবে।”

১৪ জুলাই বিশ্বের ছয় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়।

চুক্তি বিষয়ে দেশটির কট্টরপন্থিরা আপত্তি জানিয়েছে। সংসদের কট্টরপন্থিরা এই চুক্তির বিরুদ্ধে।

রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ ইরানের সংসদে জুনে একটি বিল পাশ হয়। যেখানে যে কোনো ধরণের পরমাণু চুক্তির বিষয়ে বেশকিছু বাধ্য বাধকতা আরোপ করা হয়, ইরানের সামরিক সাইটে আন্তর্জাতিক পর্যবেক্ষদের যেতে বাধা দেয়া যার অন্যতম।

যদি চূড়ান্ত চুক্তির শর্ত অনুযায়ী, ইরানকে অবশ্যই তাদের সন্দেহজন সব সাইটে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ঢোকার অনুমতি দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে এই অনুমতি না দিলে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকির মধ্যে পড়তে হবে।

এদিকে শুরুতে সমর্থন জানালেও পরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি চুক্তি থেকে নিজের সমর্থন তুলে নেন।

যুক্তরাষ্ট্রের সংসদেরও বিলটি পাশ হওয়া নিয়ে ঝুঁকি হয়েছে। কারণ সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা চুক্তির বিপক্ষে।