কিউবার নিষেধাজ্ঞা অবসানের আহ্বান হিলারির

যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 05:05 AM
Updated : 1 August 2015, 05:14 AM

শুক্রবার ফ্লোরিডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ভাষণে হিলারি বলেন, “কিউবার নিষেধাজ্ঞা চিরতরে তুলে দেওয়া উচিৎ।”

মার্কিন কংগ্রেসের প্রতি ক্লিনটন এই নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানান।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি বলেন, ওই নির্বাচনে তিনি জয়ী হলে কিউবার সঙ্গে বড় পরিসরে সম্পর্ক স্থাপনে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন।

হিলারি বলেন, মিয়ামিতে বসবাসকারী কিউবার নির্বাসিত সম্প্রদায়ের একটি অংশ কেন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে সন্দিহান এবং পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করছে তা আমি বুঝতে পারি।

তিনি আরো বলেন, “সম্পর্ক স্থাপন নাকি নিষেধাজ্ঞা, মুক্তচিন্তা নাকি স্নায়ু যুদ্ধের অচলাবস্থায় ফিরে যাওয়া, এসব ব্যাপারে আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।”