বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকই ফেইসবুকে

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় অর্ধেক সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেইসবুক ব্যবহার করেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 04:49 AM
Updated : 31 July 2015, 05:23 AM

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বের অনলাইন জনসংখ্যার অর্ধেক মাসে অন্ততপক্ষে একবার ফেইসবুক একাউন্টে চোখ বুলিয়ে থাকেন।   
    
আর ফেইসবুক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন তাদের স্মার্ট ফোনে প্রতি পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটেরও বেশি সময় ফেইসবুকে কাটায়।

জুনের শেষ পর্যন্ত তিন মাসে, মাসে অন্ততপক্ষে একবার ফেইসবুক ব্যবহার করেন এমন ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এতে বিশ্বব্যাপী ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৪৯ কোটিতে পৌঁছেছে। 

বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিনশ কোটি। এই হিসাবে তাদের প্রায় অর্ধেকই ফেইসবুক ব্যবহার করেন।  

এই ব্যবহারকারীদের মধ্যে ৬৫ শতাংশ এখন প্রতিদিন ফেইসবুক ব্যবহার করেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

মাসিক ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির আয় ৩৯ শতাংশ বেড়েছে। এই আয় বাড়ার পেছেনে মোবাইল বিজ্ঞাপনের আয় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।