‘২০২২ সালের মধ্যে ভারত হবে সবচে জনবহুল দেশ’

২০২২ সালের মধ্যে ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 09:43 AM
Updated : 30 July 2015, 09:43 AM

বুধবার প্রকাশিত জাতিসংঘের এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। 

বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৩১ কোটি আর চীনের জনসংখ্যা আনুমানিক ১৩৮ কোটি বলে জানিয়েছে জাতিসংঘ।
 
সমীক্ষায় বলা হয়েছে, ২০২২ সালের পরও ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে এবং ২০৩০ সালের মধ্যে তা দেড়শ কোটিতে পৌঁছে যাবে আর ২০৫০ সালের মধ্যে তা ১৭০ কোটিতে দাঁড়াবে।   

অপরদিকে ২০৩০ সাল পর্যন্ত চীনের জনসংখ্যা কমবেশী প্রায় একই থাকবে আর তারপর থেকে কমতে থাকবে। 

এতে আরো বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে নাইজেরিয়ার জনসংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। 

নাইজেরিয়ার বর্তমান জনসংখ্যা ১৮ কোটি ২০ লাখ। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ২৬ কোটি ২০ লাখে পরিণত হবে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় ৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে। এভাবে ওই সময়ে বিশ্বের বড় দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার জনসংখ্যাই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে। 

অপরদিকে ওই সময়ে বর্তমানে ৩২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রের লোকসংখ্যাও বাড়বে। তবে তা ধীরে ধীরে। ২০৫০ সালের মধ্যে দেশটির লোকসংখ্যা ৩৮ কোটি ৯০ লাখ হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগামী দশকগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রধানত নয়টি দেশকে কেন্দ্র করেই ঘটবে। এই দেশগুলো হল- ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও উগান্ডা।