সিংহ শিকার নিয়ে বিচারের মুখে জিম্বাবুয়ের দুই নাগরিক

সিংহ শিকারের অভিযোগে জিম্বাবুয়েতে দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 05:46 PM
Updated : 29 July 2015, 06:16 PM

এক শিকারী যুক্তরাষ্ট্রের এক পর্যটককে জিম্বাবুয়ের সবচেয়ে বিখ্যাত একটি সিংহকে হত্যা করতে সহায়তা করেন বলে অভিযোগ আছে।

বেআইনি শিকার বন্ধে ব্যর্থতার অভিযোগে আদালতে হাজির করা হয় শিকারী থিও ব্রনখরস্টকে। তবে তিনি দোষ অস্বীকার করেছেন। ৫ অগাস্টে আবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আপাতত জামিনে মুক্তি দেয়া হয়েছে।

থিওর সঙ্গে অভিযুক্ত অপর ব্যক্তি ফার্ম মালিক অনেস্ট দলোভুকে পরবর্তীতে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে বিবিসি।

এক মার্কিন দন্ত চিকিৎসক বিখ্যাত প্রজাতির সিংহ সিসিলকে হত্যা করেন বলে অভিযোগ।  ওই দুইজনের সহায়তায়ই দন্তচিকিৎসক ওয়াল্টার পামার সিংহটিকে গুলি করে হত্যা করেন।

পামার এরই মধ্যে জিম্বাবুয়ে ছেড়ে চলে গেছেন। তবে তাকেও অভিযোগের মুখোমুখি হতে হবে বলেই মনে করা হচ্ছে।

নিজের কৃতকর্মের ব্যাখ্যায় পামার বলেন, তিনি সিংহটির প্রজাতি সম্পর্কে জানতেন না। তাকে এজন্য  তিন হাজার মার্কিন ডলার জরিমানা দেয়ার পাশাপাশি এক বছর সমাজকল্যাণ মূলক কাজ করতে হবে। এ সময়ে তার বিরুদ্ধে অবৈধভাবে শিকারের অভিযোগও আনা হতে পারে।

এর আগে ২০০৬ সালে নিজ দেশে কালো ভল্লুক হত্যার অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হয়েছিলেন পামার।

একজন রিসেপশনিস্ট তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও তুলেছিলেন। ২০০৬ সালে এজন্য তাকে এক লাখ ২৭ হাজার মার্কিন ডলারের বেশি জরিমানাও গুনতে হয়েছিল।

ওদিকে, ব্রনখরস্ট ও দলোভু দোষী সাব্যস্ত হলে তাদের ১৫ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।