শিশু বলি, নেপালে আটক ৫

নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলে ১০ বছরের এক শিশুকে খুন করার অভিযোগে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

>>রয়টার্স
Published : 26 July 2015, 10:18 AM
Updated : 26 July 2015, 10:18 AM

গ্রেপ্তারদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ।

নেপালি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে এটি ‘বলিদানের’ ঘটনা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। 

পুলিশ কর্মকর্তা নাল প্রাসাদ উপাধ্যায়া জানিয়েছেন, শুক্রবার জীবন কোহারের (১০) গলিত দেহাবশেষ ভারতের সীমান্তবর্তী নাওয়ালপারাসি জেলার কুদিয়া গ্রামের একটি ঝোঁপ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটির গলা কাটা ছিল।

এর আগে তিনদিন ধরে জীবনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।   

কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, অসুস্থ এক ব্যক্তির পিতা স্বীকার করেছেন তার রুগ্ন ছেলের দেহ থেকে ‘অশুভ আত্মা তাড়াতে’ গ্রামের এক ওঝার পরামর্শে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রতিবেশীদের সহায়তায় এবং বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে বালকটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যান ওই ব্যক্তি। তারপর পূজা-অর্চনা করে বালকটিতে হত্যা করেন এবং একটি ঝোঁপের মধ্যে লাশটি ফেলে দেন।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যায়া।

নেপালের দুই কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। এদের অনেকেই দেবতাদের সন্তুষ্টির জন্য প্রায়ই ছাগল ও মহিষ বলি দিয়ে থাকেন।