বেসিস সফটএক্সপো-তে রিভ অ্যান্টিভাইরাস

বেসিস সফটএক্সপো-তে বাংলাদেশের সফটওয়্যার সিকিউরিটি ব্র্যান্ড ‘রিভ অ্যান্টিভাইরাস’ প্রদর্শন করছে বাংলাদেশী বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। ২০১৬ সালের জুলাইতে বাজারে আসে এই অ্যান্টিভাইরাসটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 01:26 PM
Updated : 2 Feb 2017, 01:26 PM

রিভ অ্যান্টিভাইরাস-এর প্রধান নির্বাহী সঞ্জিত চ্যাটার্জী বলেন, “বাংলাদেশের যে কোনো বড় প্রযুক্তি মেলায় আমরা নিয়মিত অংশগ্রহণ করে আসছি এবং প্রতিবারই মেলায় আমরা দর্শনার্থীদের দারুণ আগ্রহ লক্ষ্য করছি।”

রিভ অ্যান্টিভাইরাসের অ্যাডভান্সড প্যারেন্টাল কনট্রোলে ক্যাটাগরি ও টাইমবেসড ব্লকিংয়ের পাশাপাশি সার্ভেইলেন্সের সুযোগ রয়েছে। এতে অন্যান্য ডিভাইসে কী করা হচ্ছে তা লাইভ নোটিফিকেশনের মাধ্যমে জানার পাশাপাশি চাইলে বিনামূল্যের মোবাইল অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি টার্বো স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় পিসি’র গতি না কমিয়েই সার্বক্ষণিক পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে বলে দাবি নির্মতাদের।

রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হওয়া বেসিস সফটএক্সপো চলবে ৪ তারিখ পর্যন্ত।