হ্যাকিংয়ের শিকার ‘ট্রাম্প হোটেল কালেকশন’

সাইবার আক্রমণের শিকার হয়েছে ‘ট্রাম্প হোটেল কালেকশন’। মার্কিন বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল হোটেল চেইনের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ক্রেডিট কার্ড লেনদেনের ডেটা চুরি করে নিয়েছে হ্যাকাররা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 11:22 AM
Updated : 7 July 2015, 11:22 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্রেবস অন সিকিউরিটি প্রথম এই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করে। ‘ট্রাম্প হোটেল কালেকশনের’ বিভিন্ন হোটেলে অতিথিদের ব্যবহৃত ডেবিট ও ক্রেডিট কার্ডে বেশ কিছু ভুয়া লেনদেনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ম্যাশএবল।  

দ্যা ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প বলেন, “ক্রেডিট কার্ডের সম্ভাব্য সন্দেহজনক কার্যক্রমের ব্যাপারে আমাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আর এতে আমাদের কোনো আর্থিক ক্ষতি হয়েছে কি না তার জন্য তদন্ত করছি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, মায়ামি, শিকাগো আর হনোলুলুতে ‘ট্রাম্প হোটেল কালেকশন’-এর হোটেলগুলো ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল ।