নেটফ্লিক্স থেকে ২শ’র বেশি অনুষ্ঠান গায়েব

দুইশ’রও বেশি সিনেমা আর টিভি অনুষ্ঠান সরিয়ে ফেলেছে অনলাইন টিভি স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্স। জুন মাসের শেষ থেকে ৫ জুলাইয়ের মধ্যে এ কাজ করেছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:05 PM
Updated : 6 July 2015, 12:05 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সব জনরা বা ঘরানা থেকেই বাছাই করা সিনেমা, টিভি সিরিজ এবং ডকুমেন্টারি সরিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি।

সরিয়ে ফেলা অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ১৯৩৫ সালের নির্বাক চলচ্চিত্র ‘হ্যাপিনেস’ থেকে শুরু করে ২০০০ সালের ‘ক্রাউচিং টাইগার অ্যান্ড হিডেন ড্রাগন’- এর মতো সিনেমা। সেই সঙ্গে এ তালিকায় রয়েছে কলাম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিস (সিবিএস) এর আওতাধীন টিভি অনুষ্ঠানগুলোও।

সম্প্রতি মাসিক ৬ ডলারের বিনিময়ে সব কনটেন্ট দেখানোর নতুন প্যাকেজ চালু করেছে সিবিএস। দর্শকদের কেউ কেউ মনে করছেন, নেটফ্লিক্স গ্রাহকদের সিবিএসের ওই প্যাকেজের প্রতি আৃকষ্ট করতেই হঠাৎ করে স্ট্রিমিং সেবাটি থেকে দুই’শ কনটেন্ট মুছে দেওয়া হয়েছে--জানিয়েছে ম্যাশএবল।