‘পিস্তল’ আইফোন কেইস, বিড়ম্বনায় পুলিশ

মার্কিন পুলিশের কাছে মহাবিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে সেমিঅটোমেটিক পিস্তলের আদলে তৈরি আইফোন কেইস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ এমনটাই জানিয়েছে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:03 PM
Updated : 6 July 2015, 12:03 PM

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, কারও পকেটে ওই কেইস রাখা থাকলে, আইফোনটি পকেট থেকে বের করার সময় তা দেখে পুলিশ সেটিকে সহজেই একটি আগ্নেয়াস্ত্র বলে ভুল করে বসতে পারে। নিউ জার্সির ওশন কাউন্টি সরকারী আইনজীবী কার্যালয়ের মুখপাত্র ডেলা ফেইভ বলেন, “বেশিরভাগ কিশোর তাদের পিছনের পকেটে আইফোন বহন করে। ওই কেইসে আইফোন বহন করলে স্মার্টফোনটি পকেট থেকে বের করার সময় যেকেউ সেটিকে আগ্নেয়াস্ত্র মনে করতে পারেন।”

বিভিন্ন রঙয়ে এই কেইসটি পাইকারি বিক্রেতারা অনলাইনে বিক্রি করছেন। কেইসগুলোর দাম পড়ে পাঁচ থেকে ৪৯ ডলার। তবে কেইসগুলোর নির্মাতার পরিচয় এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে সিএনএন।

নিউইয়র্কের পুলিশ বিভাগ এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, একজন পুলিশ কর্মকর্তা ওই কেইসের ছবি টুইট করেছেন। যার সঙ্গে লেখা ছিল, “আমি এই কেইস কেনার পরামর্শ দেব না, যা আগ্নেয়াস্ত্রের মতো নকশা করা।”