আইফোন ৬এস-এর ছবি ফাঁস

অ্যাপলের তৈরি আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬এস চীনের বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে বলে জানিয়েছে একাধিক সংবাদসংস্থা, আর এর মধ্যেই ফাঁস হয়ে গেছে ডিভাইসটির ছবি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:02 PM
Updated : 6 July 2015, 05:23 PM

আনুষ্ঠানিক ঘোষণার আগে নির্মাণাধীন পণ্যবিষয়ে কঠোর গোপনীয়তার রেওয়াজ রয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফাঁস হওয়া ছবি দেখে বর্তমান আইফোন ৬-এর সঙ্গে আইফোন ৬এস-এর তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় নি। তবে ৬এসের আভ্যন্তরীণ যন্ত্রাংশে বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

৪.৭ ইঞ্চির আইফোন ৬এস দেখতে প্রায় আইফোন ৬-এর মতোই হবে বলে জানিয়েছে সিএনএন। তবে ক্যামেরার অবস্থানে ছোট পরিবর্তনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে সাইটটি। সত্যতা মেলেনি ৬এস-এ ডুয়াল-লেন্স ক্যামেরা থাকার গুজবের। ফাঁস হওয়া ছবিগুলোর ৬প্লাস-এর কেসিংয়ের মাউন্টিং পোর্টের অবস্থানের পরিবর্তনের কারণে ধারণা করা হচ্ছে নতুন লজিক বোর্ড থাকবে স্মার্টফোনগুলোতে।

আইফোন ৬-এর কিনারা ঘেষে রাখা ‘অ্যান্টেনা লাইন’-এর অনুপস্থিতি থাকবে ৬এসে-- এমন গুজবও শোনা যাচ্ছিল প্রযুক্তি পণ্যের বাজারে। তবে ফাঁস হওয়া ছবিগুলো বিশ্লেষণের পর নাইনটুফাইভম্যাকের মত-- ৬এসেও থাকবে ‘অ্যান্টেনা লাইন’।

এখন পর্যন্ত আইফোন ৬এস-এর সবচেয়ে আলোচিত ফিচার হিসেবে বিবেচনা করা হচ্ছে এর ‘ফোর্স টাচ’ ফিচার। এর মাধ্যমে টাচস্ক্রিনে আঙুলের চাপের মাত্রা বুঝতে পারবে ডিভাইসটি।