ফের স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা

এবার চীনের আদালতে মামলা করা হয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। স্মার্টফোনগুলোতে স্যামসাংয়ের বাড়তি ‘ডিফল্ট অ্যাপ’গুলো আদতে ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ তুলে ওই মামলা করেছে চীনের ভোক্তা অধীকার সংরক্ষণবিষয়ক সংস্থা ‘সাংহাই কনজিউমার কাউন্সিল’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 09:22 AM
Updated : 4 July 2015, 09:22 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্যামসাং ইচ্ছাকৃত ভাবে ওই ডিফল্ট অ্যাপগুলো মুছে ফেলার প্রক্রিয়া কঠিন করে রেখেছে বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায়।

স্যামসাং স্মার্টফোনে প্রি-ইনস্টলড অ্যাপ নিয়ে ভোক্তাদের অভিযোগ ক্রমশ বাড়াতে থাকায় আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সাংহাই কনজিউমার কাউন্সিলের এক গবেষণার প্রতিবেদন অনুযায়ী, শুধু গ্যালাক্সি নোট ৩-তেই স্যামসাংয়ের ৪৪টি প্রি-ইনস্টলড অ্যাপ থাকে যেগুলো মুছে ফেলা সম্ভব নয় বা ডিসএবল করা কঠিন কাজ।

সাংহাই কনজিউমার কাউন্সিলের আনুষ্ঠানিক অভিযোগপত্র এখনও হাতে এসে পৌঁছায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে স্যামসাং। “আমরা আদালতের অভিযোগপত্র বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”-- বলা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।