পোরশের প্রতিদ্বন্দ্বী ৩ডি-প্রিন্টেড কার

৩ডি-প্রিন্টেড 'সুপারকার' বানিয়েছে স্যান ফ্র্যানসিসকোভিত্তিক প্রতিষ্ঠান ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজ। 'ব্লেড' নামের এই গাড়িটি গতির দিক থেকে পোরশে'র বিশ্ব রেকর্ড ভাঙতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতারা।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 10:40 AM
Updated : 2 July 2015, 10:40 AM

বিবিসি জানিয়েছে, ৬৩৫ কেজি চেসিসের গাড়িটি বানাতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম আর কার্বন ফাইবার নল। আর গাড়ির ভিতরে রয়েছে চার সিলিন্ডারের টার্বোচার্জড ইঞ্জিন।

এখন পর্যন্ত দ্রুত গতি উঠানোর ক্ষেত্রে বিশ্বরেকর্ডটি পোরশের দখলে। শুন্য থেকে ঘন্টায় ৬০ মাইল বেগে চলতে গাড়িটি সময় নেয় ২.২ সেকেন্ড। আর ডাইভারজেন্টের দাবি, ২ সেকেন্ডের কম সময়ে এ বেগ উঠাতে পারবে ব্লেড। গাড়িটির ভেতরকার অংশ আর বাইরের গ্রিলগুলোও ৩ডি-প্রিন্টেড।

ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজের প্রতিষ্ঠাতা ও প্রধান কেভিন সিনজার বলেন, "উৎপাদনের ক্ষেত্রে সম্পদের ব্যবহার আর দূষণ পুরোপুরি কমিয়ে এনে অটোমোবাইল বানাতে আমরা নতুন এক উপায় খুঁজে পেয়েছি। আর ব্লেড প্রমাণ করেছে যে, আমরা স্টাইল আর গুণের কোনো ঘাটতি না রেখে এটা করতে পেরেছি।"