অ্যাপলে ইন্টার্নদের বেতন আকাশচুম্বী

বর্তমান বিশ্বে অন্যতম প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সে হিসাবে তাদের কর্মকর্তাদের বেতনের অংকটাও যে আকাশছোঁয়া তা সহজেই অনুমান যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ অংকটা শুধু কর্মকর্তাদের জন্যই নয়, অ্যাপলের ইন্টার্নদের বেতনও বেশ চড়া।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 10:32 AM
Updated : 2 July 2015, 10:32 AM

বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপলে ইন্টার্নদের প্রতি মাসে পরিশোধ করা হয় সাত হাজার মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির সাবেক এক অপ্রকৌশলী ইন্টার্ন জানিয়েছেন, তার সময়ে পার্ট-টাইম ইন্টার্নদের মাসে আড়াই হাজার ডলার আর ফুল-টাইম ইন্টার্নদের মাসে ৫ হাজার ডলার পরিশোধ করা হতো।

যদি কোনো প্রার্থী ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হোন আর ইন্টারশিপ অফার পান তবে, অ্যাপল ওই প্রার্থীকে প্রতিষ্ঠানের ভিতরকার কাজসহ সব বিষয়ে মুখ না খোলার ব্যাপারে নির্দেশ দেয়। গোপনীয়তা রক্ষায় সব বিভাগকে নজরদাড়ি করার জন্য আরেকটি বিভাগ রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে।

জব সাইট গ্লাসডোরের সূত্রমতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আর লিংকডইন তাদের ইন্টার্নদের মাসে ৬ হাজার ২শ' ডলার পরিশোধ করে।