জিমেইলে নতুন ইমোজি আর থিম

জিমেইলের সেবায় ছোট ছোট পরিবর্তন এনে নিজস্ব মেইলিং সেবাটি গ্রাহকদের জন্য আরও ব্যবহারবান্ধব করতে চেষ্টার যেন শেষ নেই ওয়েব জায়ান্ট গুগলের। সেই প্রচেষ্টার অংশ হিসেবে মেইলিং সেবাটিতে এবার যোগ হয়েছে কয়েকশ’ নতুন থিম আর ইমোজি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 09:57 AM
Updated : 1 July 2015, 09:57 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইমোজি ব্যবহারের সেবা দিলেও এবার নতুন অনেকগুলো ইমোজি যোগ হয়েছে জিমেইলে। যা মেইল আদান-প্রদানের সময় হাস্যরসের যোগান দেবে ব্যবহারকারীদের।

ইমোজির ছাড়াও জিমেইলে কয়েকশ’ নতুন থিম করেছে যোগ করেছে গুগল। আগেও থিমের উপস্থিতি ছিল জিমেইল অ্যাকাউন্টের। তবে আগের থিমগুলোর সঙ্গে নতুন গুলোর পার্থক্য, চাইলেই নিজের পছন্দ মতো নতুন থিমগুলো এডিট করতে পারবেন ব্যবহারকারী।

থিম এডিট করার টুলের মধ্যে আছে ‘ব্লার’ ফিচার যা থিমের ছবি ঘোলা করে দেবে, ছবির চারপাশে কালো সীমারেখা এঁকে দেবে ‘ভিগনেট’। এছাড়াও যোগ করা যাবে ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড’।