ডিজনিল্যান্ডে সেলফি স্টিক নয়

নিরাপত্তার খাতিরে নিজেদের সকল থিম পার্কে সেলফি স্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 08:26 AM
Updated : 30 June 2015, 08:26 AM

গত সপ্তাহের বৃহঃস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করে নিউ ইয়র্কের ডিজনিল্যান্ডে। বুধবার প্যারিস এবং হং কং এর ডিজনিল্যান্ডেও একই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে বিবিসি জানিয়েছে।

এর আগে শুধু রাইডে সেলফি স্টিক নেওয়া নিষিদ্ধ থাকলেও এখন নিয়ম অনুযায়ী দর্শনার্থীরা সেলফি স্টিক নিয়ে পার্কে প্রবেশই করতে পারবেন না।

বিবিসিকে দেওয়া বিবৃতিতে ডিজনির একজন প্রতিনিধি জানান, “আমাদের অতিথি এবং কলা-কুশলীদের জন্য সেলফি স্টিকের মত এক্সটেনশন পোলগুলো নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে।”

স্বাভাবিকের চেয়ে ভাল সেলফি তুলতে সাহায্য করলেও টেনে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোর কারণে এটি যেকোন দর্শনার্থীর জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। এমনকি রাইডের কোনো অংশের সঙ্গে স্টিকটি লেগে সৃষ্টি করতে পারে বড় কোন দুর্ঘটনা।

এই নিষেধাজ্ঞার কারণে এখন থেকে সিকিউরিটি চেকিংয়ে সেলফি স্টিকটি জমা রেখে পার্কের ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের।

শুধু ডিজনিই নয়, সেলফি স্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কিছু ফুটবল ক্লাব, ন্যাশনাল গ্যালারি, ‘অল ইংল্যান্ড লন টেনিস’ এবং উইম্বলডনের মাঠ কর্তৃপক্ষ। বার্ষিক ‘ডাব্লিউডাব্লিউডিসি ডেভেলপারস কনফারেন্সে’ যোগ দেওয়া ব্যক্তিদের জন্য এ মাসেই সেলফি স্টিক নিষিদ্ধ করেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।