অ্যাপল মিউজিকের সঙ্গে নতুন আইওএস

৩০ জুন অ্যালোচিত ‘অ্যাপল মিউজিক’ স্ট্রিমিং সার্ভিসের সঙ্গে অভিষেক হচ্ছে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের আপডেট ‘আইওএস ৮’ এবং ‘বিটস ১’ রেডিও স্টেশন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:18 PM
Updated : 29 June 2015, 02:18 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদন জানিয়েছে, এক ব্লগ পোস্টে অ্যাপল মিউজিকের সঙ্গে আইওএস ৮.৪ এবং বিটস ১ রেডিওর অভিষেকের ঘোষণা দিয়েছেন বিটসের সাবেক সিইও এবং বর্তমান অ্যাপল নির্বাহী আয়ান রজার্স।

রজার্স ব্লগ পোস্টে ঘোষণা দিলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি অ্যাপল মুখপাত্র।

সিনেট জানিয়েছে, ‘অ্যাপল মিউজিক’ দিয়ে মিউজিক স্ট্রিমিংয়ের ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান গড়তে চাইছে অ্যাপল। মার্কিন টেক জায়ান্টের নতুন এই স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের জন্য গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ১০ ডলার।

এখনও বৈশ্বিক সংগীত শিল্পের বাজারের ৫২ শতাংশ ডিজিটাল ডাউনলোড কেন্দ্রিক। কিন্তু গেল বছরেই এই হার ৮ শতাংশ হ্রাস পেয়েছে। সিডি বা ভিনাইল রেকর্ডের মতো অ্যালবামের বিক্রি কমেছে ৮ শতাংশ। অন্যদিকে ক্রমশ জনপ্রিয়তা ও ব্যবহার বাড়ছে মিউজিক স্ট্রিমিং সেবাগুলোর।