অ্যাপল মিউজিকে সুইফটের ১৯৮৯

শিল্পীদের যথাযথ সম্মানী দেওয়া নিয়ে বিতর্ক এড়িয়ে অবশেষে অ্যাপল মিউজিকে নিজের নতুন অ্যালবাম ১৯৮৯ স্ট্রিমিং করার ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 09:11 AM
Updated : 26 June 2015, 09:11 AM

অ্যাপল মিউজিকের তিন মাসের ‘ট্রায়াল পিরিয়ডে’ শিল্পীদের সম্মানী দেওয়া হবে না জানতে পেরে খেপেছিলেন সুইফট। অ্যাপলকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে তার ক্ষোভ প্রকাশ করে স্ট্রিমিং সেবায় নিজের নতুন অ্যালবাম না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সুইফটের চিঠির উত্তর দিতে বেশি সময় নেয়নি অ্যাপল। টুইট করে ট্রায়াল পিরিয়ডেও শিল্পীদের সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছেন আইটিউনস প্রধান এবং অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, টেইলরও অ্যাপল মিউজিকে অ্যালবাম স্ট্রিমিংয়ের ঘোষণা দেওয়ার জন্য মাইক্রোব্লগিং সেবা টুইটার বেছে নিয়েছেন।

“এই সম্তাহের ঘটনার পর আমি অ্যাপল মিউজিকে ১৯৮৯ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছি... এবং তা খুশির সঙ্গেই।” -- টুইটারে পোস্ট করেন সুইফট।