সিমফনির নতুন সাশ্রয়ী স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নতুন ই৫ স্মার্টফোন বাজারজাত করা শুরু করেছে বাংলাদেশি মোবাইল ফোন নির্মাতা সিমফোনি। ২৬৯০ টাকা দামে বাজারে কিনতে পাওয়া যাবে স্মার্টফোনটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 07:22 AM
Updated : 29 May 2015, 07:22 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিমফনি জানিয়েছে, ৫১২ মেগাবাইট রম এবং ২৫৬ মেগাবাইট র‌্যাম থাকে ই৫-এ। ইন্টারনেটের পাশাপাশি ওয়াই-ফাই ও এজ সংযোগ ব্যবহারের সুবিধা থাকবে এতে। ৩.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে ছবি তোলার জন্য থাকবে ১.৫ মেগাপিক্সেল ক্যামেরা।

১ গিগাহার্টজের প্রসেসর আছে ই৫-এ, চলবে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে। দেশের সাধারণ মানুষেদের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে ই৫ বাজারজাত করা হচ্ছে বলে জানিয়েছে সিমফনি।

নির্মাতা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুর রশীদ নতুন লঞ্চ করা এই ফোনটি সম্পর্কে বলেন, ‘এবার আমরা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এনেছি। আমার দৃঢ় বিশ্বাস, এই স্মার্টফোনটি সারা দেশের সাধারণ মানুষের স্মার্টফোন হিসেবে পরিচিতি পাবে।’