অবশেষে ‘ফটোস’-এর অভিষেক

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে চলতি ‘গুগল আই/ও ডেভেলপার্স কনফারেন্স’-এর শুরুতেই ‘ফটোস’ অ্যাপ উন্মোচন করেছে ওয়েব জায়ান্ট গুগল। স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর তোলা সব ছবি ও ভিডিও ব্যাক আপ করে গুছিয়ে রাখবে এই অ্যাপ।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 07:16 AM
Updated : 29 May 2015, 07:16 AM

‘ফটোস’ অ্যাপে ছবি আর ভিডিও জমা রাখার ক্ষেত্রে থাকবে না নির্দিষ্ট কোনো সীমা। ক্লাইড স্টোরেজে জমা হবে ওই ছবি আর ভিডিও। ফলে ডিভাইসের মেমোরি বাঁচবে অনেকখানি। আর ব্যবহারকারী এই সেবার পুরোটাই পাবেন বিনামূল্যে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, একসঙ্গে ‘ফটোস’ অ্যাপের অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সংস্করণ উন্মোচন করেছে গুগল।

ফটোস অ্যাপের মাধ্যমে ১৬ মেগাপিক্সেল এবং ১০৮০ পিক্সেলে ছবি আর ভিডিও জমা রাখা যাবে। তবে ‘ফটোস’ ৪কে রেজুলিউশনের ভিডিও সাপোর্ট করবে না বলে ইঙ্গিত করেছেন গুগলের ডিরেক্টর অফ ফটোস আনিল সাভারওয়াল।

গুগলের ‘ফটোস’ অ্যাপকে ‘বহুল প্রতিক্ষিত’ বললে ভুল বলা হবে না। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি নতুন অ্যাপ নিয়ে প্রথম ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যবহারকারী আর প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনার ইসু হয়ে দাঁড়িয়েছিল এটি।