আইফোনে নতুন ‘বাগ’

আইফোনে নতুন বাগের ফলে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। এর ফলে আইফোনে মেসেজ অ্যাপ ব্যবহার করতে গিয়ে ফোন ক্র্যাশের শিকার হয়েছেন অনেকেই।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:37 AM
Updated : 28 May 2015, 10:37 AM

নাইন টু ফাইভ ম্যাক-এর বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, বাগটির ফলে অনেকেই রহস্যময় বর্ণমালা সংবলিত টেক্সট পেয়েছেন। এর ফলে তাদের ফোন হঠাৎ ‘ক্র্যাশ’ হয়ে যায় এবং কিছু কিছু সময় স্বয়ংক্রিয়ভাবে রিবুট হতে থাকে।

টেক্সটিতে আংশিক আরবি এবং ইউনিকোড ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। নিছক মজা করার উদ্দেশ্যে কিংবা প্রাপকের মেসেজ অ্যাপ বন্ধ করার জন্য এই ধরনের টেক্সট পাঠানো হয়েছে।

তবে আশার কথা হলো, ফিরতি একটি মেসেজের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া আইমেসেজ ফিচারযুক্ত ম্যাক থেকেও একইভাবে রিপ্লাই ম্যসেজের মাধ্যমে এই ত্রুটি দূর করা যাবে।