চুক্তিবদ্ধ হচ্ছে অ্যাপল ও সিবিএস

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন ব্রডকাস্টিং নেটওয়ার্ক ‘সিবিএস’- এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে অ্যাপল।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:36 AM
Updated : 28 May 2015, 10:36 AM

বিবিসি জানিয়েছে, টেলিভিশন মাধ্যমে সফলতার জন্য অ্যাপলের ডিভাইসগুলোতে নতুন টিভি চ্যানেল প্যাকেজ চালু করার পরিকল্পনা করা হচ্ছে। ওই প্যাকেজে সিবিএসকেও অন্তর্ভূক্ত করা হবে। এই বছরের জুনেই অ্যাপলের নতুন টিভি সেট টপ বক্স বাজারে আসার গুজব রয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাইট ‘রিকোড’ আয়োজিত এক কনফারেন্সে এই সম্ভাব্য চুক্তির সত্যতা নিশ্চিত করেন সিবিএসের প্রধান নির্বাহী লেসলি মুনভেস। সম্প্রতি চুক্তিটির ব্যাপারে অ্যাপলের একজন জ্যেষ্ঠ কমকর্তার সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এই বছরের মার্চে এইচবিও থেকে একটি টিভি স্ট্রিমিং সার্ভিস চালু করা হয় যা প্রথম তিন মাস শুধু অ্যাপল ডিভাইসের জন্য উন্মুক্ত ছিল।

অবশ্য, এই ধরনের স্ট্রিমিং সার্ভিস চালু হলে যুক্তরাষ্ট্রের কেবল টিভি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহক সংকটে ভুগতে পারে বলে জানিয়েছে বিবিসি।