অ্যাপল বানিয়েছে হাইব্রিড কিবোর্ড

অভিনব ‘হাইব্রিড’ কিবোর্ড প্রযুক্তির পেটেন্ট করিয়ে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। টাচ-প্যাড আর প্রথাগত কিবোর্ডের সমন্বয় করা হয়েছে অ্যাপলের ওই ‘হাইব্রিড’ কিবোর্ডে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 12:06 PM
Updated : 27 May 2015, 12:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ওই কিবোর্ডের ডিজাইনে প্রতিটি কি-এর সঙ্গে রাখা হয়েছে টাচ সেন্সর। এর ফলে ম্যাকবুক প্রো-এর ট্র্যাকপ্যাডের মতো এই কি-বোর্ড থেকেই স্ক্রিনে জুম বা সোয়াইপ করা যাবে। সেই সঙ্গে থাকছে একই সময়ে টাচ আর কিবোর্ড ইনপুটের সমন্বিত সুবিধা।

অ্যাপলের নতুন এই কিবোর্ডের ‘কিগুলোর’ আছে ‘ডুয়াল ফাংশন’। এই ‘হাইব্রিড’ কিবোর্ডের যে কোনো কি প্রথমবার চাপলে সেটি সাধারণ কিবোর্ডের মতোই কাজ করবে। একই কিতে দ্বিতীয়বার আরও জোরে চাপলে এটি মাউসের ক্লিকের মতো কাজ করবে।

এই নতুন ডিজাইনের কিবোর্ডের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ। অ্যাপল আপাতত ‘হাইব্রিড’ কিবোর্ডের বদলে ম্যাকবুকের নতুন ‘বাটারফ্লাই-মেকানিজম’ কিবোর্ড নিয়েই সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সাইটটি।