মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে…

‘বৈচিত্র্যময়’ সেলফি তুলতে গিয়ে সাধের প্রাণটা বিসর্জন দিতে বসেছেন এক রাশিয়ান নারী।  মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে ভুলে ট্রিগার টেনে বসেন ওই নারী।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 10:07 AM
Updated : 24 May 2015, 10:07 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, মাথায় নয় মিলিমিটারের পিস্তল ঠেকিয়ে ঠেকিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন ২১ বছর বয়সী ওই রাশিয়ান নারী। ওই পিস্তলের গুলিতেই মারাত্মক আহত হয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।

২০১৪ সালের অগাস্ট মাসে ঠিক একই রকমভাবে সেলফি তুলতে গিয়ে নিহত হন এক মেক্সিকান পুরুষ।

মে মাসের তৃতীয় শুক্রবার সাগরের কিনারায় পাহাড় চূড়ায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রাণ হারান সিঙ্গাপুরের এক নাগরিক।

এটিএন্ডটি পরিচালিত জরিপের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, শতকরা ১৭ ভাগ মানুষ গাড়ি চালানোর সময় সেলফি তোলার অভ্যাসের কথা স্বীকার করেছেন।

মূলত, এই ধরনের অসতর্ক আচরণের কারণেই অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে সিনেট।