হ্যাকিংয়ের শিকার অ্যাডাল্ট সাইট

‘অ্যাডাল্ট ফ্রেন্ডফাইন্ডার’ নামক প্রাপ্তবয়স্কদের ডেটিং সাইট হ্যাক হওয়ার পর ব্যক্তিগত ডেটা নিয়ে বিপদে পড়েছেন ৩৫ লাখ ব্যবহারকারী।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 10:02 AM
Updated : 24 May 2015, 10:02 AM

সিএনএন জানিয়েছে এই হ্যাকিংযের ফলে ৩৫ লাখেরও বেশি ব্যক্তির গোপন তথ্য অনলাইনে উন্মুক্ত হয়ে পড়েছে। এতে স্থানীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নামও উঠে এসেছে।

চলতি বছরের মার্চ মাসে সাইটটি হ্যাক হয়। ওই ঘটনায় ওয়েবসাইটটির কাছ থেকে ১ লাখ ডলার দাবি করে হ্যাকাররা।

প্রায় ৬ কোটি ৪০ লাখ সদস্য বিশিষ্ট এই সাইটি উপযুক্ত শয্যাসঙ্গী খুঁজে পেতে গ্রাহকদের সাহায্য করত। এজন্য গ্রাহকদের ইমেইল অ্যাড্রেস, জন্মদিন ছাড়াও যৌন চাহিদা, পছন্দ, অপছন্দ ইত্যাদি  বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রদান করতে হত।

তাই এই হ্যাকিংয়ের ফলে ‘ফেঁসে’ গেছেন অনেকেই। এমনকি স্ত্রীর সঙ্গে প্রতারণার মত ঘটনাও প্রকাশ পেয়েছে।

অবশ্য এক বিবৃতিতে গ্রাহকদের গোপন তথ্য সংরক্ষণে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রেন্ড ফাইন্ডার নেটওয়ার্ক।