অকুলাস প্রধানের বিরুদ্ধে মামলা

ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস ভিআর নির্মাতা পামার লাকির বিরুদ্ধে মামলা করেছে হাওয়াইভিত্তিক প্রতিষ্ঠান টোটাল রিকল টেকনোলজিস।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 10:40 AM
Updated : 23 May 2015, 10:40 AM

রয়টার্স জানিয়েছে, লাকির বিরুদ্ধে চুক্তি ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে মামলা করেছে টোটাল রিকল টেকনোলজিস। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০১১ সালে ‘হেড মাউন্টেড ডিসপ্লে’ জাতীয় ডিভাইস তৈরির উদ্দেশ্যে অকুলাসের প্রতিষ্ঠাতা পালমার লাকির সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

২০১১ সালের শেষে এবং ২০১২ এর প্রথম দিকে ডিসপ্লের ডিজাইনটি উন্নত করার জন্য লাকিকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা দেওয়া হয়।  কিন্তু চুক্তি ভঙ্গ করে লাকি এসব গোপন তথ্য তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে বানানো অকুলাস রিফট তৈরিতে ব্যবহার করেন।

মামলায় প্রতিষ্ঠানটি থেকে ক্ষতিপূরণ চাওয়া হলেও অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।

মামলায় বিবাদী হিসেবে লাকি এবং ফেইসবুক থেকে একজন প্রতিনিধির নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে টোটাল রিকল টেকনোলজিসের পক্ষ থেকে মামলাটি লড়ার জন্য ‘কুইন ইমানুয়েল আরকুহার্ট অ্যান্ড সালিভান’ নামক আইনজীবী প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে যারা এর আগে গুগল এবং স্যামসাংয়ের সঙ্গে কাজ করেছে।