অ্যান্ড্রয়েডে পাসওয়ার্ড হটিয়ে ‘ফিঙ্গারপ্রিন্ট’!

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে বিভিন্ন অ্যাপ ব্যবহারের জন্য পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা যাবে আঙুলের ছাপ। আনুষ্ঠানিক নাম ঘোষণা করা না হলেও প্রযুক্তিপণ্যের বাজারে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটি ‘অ্যান্ড্রয়েড এম’- নামে চিহ্নিত করা হচ্ছে।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 09:43 AM
Updated : 23 May 2015, 09:43 AM

অ্যান্ড্রয়েড ডিভাইসসে ‘ফিঙ্গারপ্রিন্ট’ প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত এবং নিরাপদ উপায়ে মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশনে লগ ইন করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

এ ছাড়াও মোবাইলে বিভিন্ন বিল পরিশোধের কাজেও ফিঙ্গারপ্রিন্ট ফিচারটি ব্যবহার করা যাবে।

বাজফিডের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, গুগল আইও ডেভেলপার কনফারেন্সে এই ফিচারটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে গুগল। ২৮ ও ২৯ মে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে এই সম্মেলন হবার কথা রয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইসের সব অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহারের জন্য ডিভাইসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে হবে। তবে বর্তমান বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট, এস সিক্স, এস সিক্স এজ এবং এইচটিসি ওয়ান ম্যাক্স ছাড়া খুব কম অ্যান্ড্রয়েড ডিভাইসেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।