২৫ বছরে এ সলিটেয়ার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনপ্রিয় কার্ড গেইম সলিটেয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টের আয়োজন করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 09:17 AM
Updated : 21 May 2015, 09:17 AM

টুর্নামেন্টের মূল পর্ব চলতি বছরের ৫ জুন শুরু হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

টুর্নামেন্টে ফ্রিসেল, স্পাইডার, ট্রাইপিকস, পিরামিড এবং ক্লোনডাইক সলিটেয়ার--এই পাঁচ ধরনের সলিটেয়ার খেলায় অংশ নিতে পারবেন গেইমটির ভক্তরা।

মাইক্রোসফট জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হবে মে মাসের শেষ সোমবার। প্রথম পর্বে অংশ নেবেন কেবল মাইক্রোসফটের নিজস্ব কর্মীরা। এরপর ৫ জুন থেকে বিভিন্ন দেশের সলিটেয়ার ভক্ত আর মাইক্রোসফফট কর্মীদের নিয়ে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব।

উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম থেকে বাদ পরেছিল উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচলিত গেইমটি। তবে চলতি বছরেই উইন্ডোজ ১০ দিয়ে ফিরছে গেইমটি। বলা হচ্ছে উইন্ডোজ ১০-এর প্রতি ক্রেতা-গ্রাহকদের আরও আকৃষ্ট করাই সলিটেয়ার টুর্নামেন্ট আয়োজনের পেছনে মাইক্রোসফটের মূল লক্ষ্য।

অবশ্য মাইক্রোসফটের পক্ষ থেকে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। প্রতিযোগিতায় বিজয়ীরা আদৌ কোন পুরস্কার পাবেন কিনা সেই বিষয়টি এখনোও অনিশ্চিত বলে জানিয়েছে ম্যাশএবল।