অ্যাপলের জয়, জরিমানা কমল স্যামসাংয়ের

অ্যাপল আর স্যামসাং— প্রযুক্তি পণ্যের বাজারে নানা ইসু নিয়ে এই দুই টেক জায়ান্টের ‘দা-কুমড়া’ সম্পর্কের সঙ্গে এখন ভালোই পরিচিত প্রযুক্তিপ্রেমিরা। এবার আইফোনের পেটেন্ট নিয়ে আদালতের সর্বশেষ রায়টি গেছে অ্যাপলের পক্ষেই।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2015, 10:30 AM
Updated : 20 May 2015, 10:31 AM

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১২ সালে স্যামসাংয়ের বিপরীতে এক পেটেন্ট মামলার জয়ী হয়েছিল অ্যাপল। অ্যাপলের করা ভিন্ন আরেকটি মামলায় দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্টকে ৯৩ কোটি ডলার জরিমানা করে মার্কিন আদালতের জুরিরা।

সোমবারেও অ্যাপল পক্ষেই রায় দিয়েছে মার্কিন আদালতের আপিল বিভাগ। তবে স্যামসাংয়ের জরিমানার মোট পরিমাণও কমাতে বলা হয়েছে রায়ে।  

স্যামসাং যে পরিষ্কারভাবে অ্যাপলের পণ্য নকল করেছে আদালতে সেটাই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাপল মুখপাত্র জানান জশ রসেনস্টক। তিনি বলেন, “এ রায় পণ্যের নকশা আর যারা তা সম্মান করে তাদের জন্য একটি বিজয়।”

অন্যদিকে রায় পরবর্তী এক বিবৃতিতে অ্যাপলের অতিরঞ্জিত অভিযোগ উত্থাপন করছিল এবং সেই বিষয়টি আদালতে প্রমাণ হয়ে গেছে বলে দাবি করা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।