ওএস এক্সের চেয়ে উইন্ডোজ ১০ দ্রুত গতির!

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি নতুন ১২ ইঞ্চির ম্যাকবুকে ওএস এক্স ১০.১০ ইয়োসেমিটির তুলনায় দ্রুত চলে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম! নতুন  ম্যাকবুকে উইন্ডোজ ১০-এর বেটা ভার্সন ইনস্টল করে এক মাস ধরে এর কার্যক্ষমতা পরখ করে এই ফলাফল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টাফটস্ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী অ্যালেক্স কিং।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2015, 09:44 AM
Updated : 19 May 2015, 09:44 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘বুট ক্যাম্প’ ব্যবহার করে ম্যাকবুকে উইন্ডোজ ১০ ইনস্টল করতে সক্ষম হন কিং। কিছু সেটিংস আর ড্রাইভারে ছোটখাট কিছু পরিবর্তনের পর ম্যাকবুকে উইন্ডোজ ১০ চলতে শুরু করে।

নিজস্ব ব্লগে ম্যাকবুকে উইন্ডোজ ১০-এর ব্যবহার সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন কিং। “এটি দ্রুত। এটি মসৃণ। এর (উইন্ডোজ ১০) কার্যক্ষমতা অবশ্যই ওএস এক্স থেকে ভালো।”-- ব্লগে এভাবেই ম্যাকবুকে উইন্ডোজ ১০ ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন কিং।

উইন্ডোজ ১০-এর নতুন ওয়েব ব্রাউজার ‘মাইক্রোসফট এজ’-এরও প্রশংসা করেন কিং। ম্যাকবুকে উইন্ডোজ ১০ ব্যবহার করে ৩ডি গেইমিংয়ের পরীক্ষাও চালিয়ে সাফল্য পেয়েছেন তিনি।