টুইটারে মার্কিন প্রেসিডেন্ট

মাইক্রোব্লগিং সেবা টুইটারে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যোগ দেওয়ার ২৪ মিনিটের মধ্যে টুইটারে ওবামার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2015, 09:42 AM
Updated : 19 May 2015, 09:42 AM

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামার টুইটার অ্যাকাউন্টের সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। টুইটারে ওবামা ‘@POTUS’ (President Of The United States) আইডি ব্যাবহার করছেন। কয়েক ঘন্টার মধ্যে মার্কিন রাষ্ট্রপতির ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে কয়েক লাখ।

টুইটারে ওবামার প্রথম টুইটটি ছিল, “হ্যালো, টুইটার! আমি বারাক, সত্যিই! ছয় বছর পর অবশেষে ওরা আমাকে নিজের অ্যাকাউন্ট দিল।”

বারাক ওবামার অফিশিয়াল টুইটার ফিড ‘@BarackObama’ নিয়ন্ত্রণ করেন হোয়াইট হাউজ কর্মকর্তারা।

‘@POTUS’ আইডির মাধ্যমে মর্কিন রাষ্ট্রপতি এখন সরাসরি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে হোয়াইট হাউজ।

প্রেসিডেন্ট ওবামা টুইটারে নিজস্ব অ্যাকাউন্ট নিয়ে টুইটারে যোগ দেওয়ার সঙ্গে টুইট করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ‘সুযোগের সদ্বব্যবহার’ করে ওবামার সঙ্গে রসিকতাও করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন। নতুন অ্যাকাউন্টটি কি বারাক ওবামার ব্যক্তিগত নাকি হোয়াইট হাউজের টুইট করে জানতে চেয়েছেন ক্লিনটন।