আসছে ‘আয়রন ম্যান গ্যালাক্সি এস৬ এজ’

সুপারহিরো ফ্র্যাঞ্চাইজ অ্যাভেঞ্জার্স নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনার মধ্যেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন  গ্যালাক্সি এস৬ এজ-এর বিশেষ ‘আয়রন ম্যান’ সংস্করণ বাজারজাত করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সীমিত সংখ্যায় গ্যালাক্সি এস৬ এজ-এর ‘আয়রন ম্যান এডিশন’ বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 05:37 PM
Updated : 17 May 2015, 05:37 PM

প্রযুক্তিবিষযয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুক্রবার মাইক্রোব্লগিং সেবা টুইটারের মাধ্যমে গ্যালাক্সি এস৬ এজ-এর এই সুপারহিরো সংস্করণ বাজারজাত করার বিষয়টি নিশ্চিত করে স্যামসাং।

টুইটে ‘শীঘ্রই আসছে’ বলা হলেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ম্যাশএবলের তথ্য অনুসারে, বিশ্ববাজারের নির্দিষ্ট কিছু স্থানে বাজারজাত করা হবে গ্যালাক্সি এস৬ এজ-এর এই বিশেষ সংস্করণ।

গ্যালাক্সি এস৬ এজ-এর আয়রন ম্যান সংস্করণ বিশ্বের কোন কোন বাজারে বিক্রি করা হবে, কবে নাগাদ স্মার্টফোনগুলো বিক্রি করা শুরু করবে এবং খুচরা বিক্রেতা হিসেবে স্যামসাংয়ের সঙ্গে কোন কোন প্রতিষ্ঠান জোট বাধবে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে-- জানিয়েছে ম্যাশএবল।