এনএসএর নজরদারি ‘অবৈধ’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। তবে আদালতের রায়ে ওই কার্যক্রমটি এখনই বন্ধ করার পরিবর্তে মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2015, 10:11 AM
Updated : 8 May 2015, 10:11 AM

লম্বা সময় ধরে ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের স্মার্টফোনের উপর নজরদারি চালিয়েছে এনএসএ। ভুক্তভোগীদের তালিকায় আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও।

এই কার্যক্রম নিয়ে মার্কিন সংসদে একটি বিল পাস হতে পারে। ওই বিল পাস হলে এনএসএর অনৈতিক নজরদারি বন্ধ হবে বলে জানিয়েছে বিবিসি।

অবশ্য এনএসএর এই কর্মকাণ্ডের পক্ষেও বেশকিছু মার্কিন সিনেটর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। মূলত ২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ারের উপর হামলার ঘটনার পর এনএসএ মোবাইল ফোনের উপর এই নজরদারি শুরু করে।

২০১৩ সালের জুন মাসে সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন এনএসএর গুপ্তচরবৃত্তির গোপন নথি ফাঁস করে দেন। সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল স্নোডেনের ফাঁস করা তথ্য।