প্রোগ্রামিং কোড নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সুডুকু পাজল সমাধানের জন্য একটি প্রোগ্রামিং কোড পোস্ট করেছেন।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 06:31 AM
Updated : 7 May 2015, 06:31 AM

সরকারি প্রযুক্তি কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে সিয়েন লুং জানান, তিনি এই মৌলিক কোডটি কয়েক বছর আগে লিখেছিলেন।

বিবিসি জানিয়েছে, লি সিয়েন কোডটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাসে লিখেছেন। এরপর লি সিয়েন কোডটিতে কোনো ত্রুটি আছে কিনা তা খুঁজে দেখতে পাঠকদের অনুরোধ করেছেন।

কোডটি ফেইসবুকে প্রকাশের পরপরই দেশ বিদেশ থেকে অনেকেই প্রধানমন্ত্রীর প্রোগ্রামিং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

অনেক বিদেশী আবার তাদের নেতাদের কারিগরি দক্ষতাহীন হওয়ার কথা উল্লেখ করে লি সিয়েনকে প্রশংসার জোয়ারে ভাসান বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, লি সিয়েন লুং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম শ্রেণি এবং কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ স্নাতক পাশ করেন।