অ্যাপল ওয়াচের ‘সুইস প্রতিদ্বন্দ্বী’!

অভিনব এক ‘হাইড্রো-মেকানিকাল ওয়াচ’ বানিয়েছে সুইজারল্যান্ডের সৌখিন ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান এইচওয়াইটি। বলা হচ্ছে সরাসরি মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’-এর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবে এইচওয়াইটির ‘এইচ৩’ স্মার্টওয়াচ।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 11:36 AM
Updated : 6 May 2015, 11:36 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ওয়াচের তুলনায় কোনো অংশে কম নাটকীয় নয় ‘এইচ৩’ বিজ্ঞাপন।

এইচওয়াইটির ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে দেখা গেছে ঘড়িটির এক ঝলক। অনেকটা সুপার রবোট এবং স্পেস পোর্ট ডকিংয়ের মিশেলে তৈরি ঘড়িটি  গ্যাজেটপ্রেমীদের নজর কাড়ার মতোই বলে জানিয়েছে ম্যাশএবল। সেই সঙ্গে অ্যাপলের আর ‘এইচ৩’-এর প্রতিদ্বন্দ্বীতা গড়ে উঠবে বলে মন্তব্য করেছে সাইটটি।