রাশিয়ায় অ্যান্টি-পাইরেসি আইনের ক্ষমতা বৃদ্ধি

২০১৩ সালের মাঝামাঝি সময়ে অ্যান্টি-পাইরেসি আইন প্রণয়ন করে রাশিয়া সরকার। এবার ওই আইনের ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:22 AM
Updated : 3 May 2015, 10:22 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে প্রণয়ন করা অ্যান্টি-পাইরেসি আইন অনুযায়ী কোনো সাইটে পাইরেটেড মুভি বা টিভি সিরিজের লিংক থাকলে ওই আদালতের নির্দেশ ছাড়াই ৭২ ঘন্টার নোটিশে ওই সাইট নিষিদ্ধ করার ক্ষমতা রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইনটির ক্ষমতা বৃদ্ধির পর এখন কোনো সাইটে পাইরেটেড মুভি ও সিরিজের পাশাপাশি গান, বই বা সফটওয়্যারের লিঙ্ক শেয়ার করলেও কর্তৃপক্ষ ওই সাইট একইভাবে বন্ধ করে দিতে পারবে। তবে, কোনো পাইরেটেড স্থিরচিত্র এই আইনের আওতায় পড়বে না।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাইরেটেড কনটেন্ট সরবরাহের অভিযোগ ওঠার পর  প্রতিক্রিয়া জানাতে ৭২ ঘন্টা সময় পাবে ওয়েবসাইটগুলো। ৭২ ঘন্টা শেষে অভিযুক্ত সাইটটি বন্ধ করতে আদালতের কোনো নির্দেশের প্রয়োজন হবে না।

অভিযুক্ত সাইট পরবর্তীতে আদালতে আত্মপক্ষ সমর্থন করতে পারবে। কিন্তু তারা যদি দুটি মামলায় হেরে যায়, তবে ওই সাইটটি ব্লক লিস্টে চলে যাবে।

২০১৩ সালে প্রণয়ন করা ওই আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়ায় অনলাইনে মুভি ও টেলিভিশন অনুষ্ঠানের বিক্রি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।