নির্মাণ খরচের চারগুণ দাম অ্যাপল ওয়াচের

বাজারে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি স্মার্টওয়াচ- ‘অ্যাপল ওয়াচ’-এর অভিষেকের পর গ্যাজেটপ্রেমিদের মধ্যে ডিভাইসটির উৎপাদন খরচ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সর্বশেষ খবর অনুযায়ী, ‘অ্যাপল ওয়াচ স্পোর্ট’ মডেলটির উৎপাদন খরচ এর বিক্রয়মূল্যের এক-চতুর্থাংশ।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:20 AM
Updated : 3 May 2015, 10:20 AM

অ্যাপল ওয়াচের তিন মডেলের মধ্যে সবচেয়ে ‘সস্তা’ হচ্ছে ৩৮ মিলিমিটারের অ্যাপল ওয়াচ স্পোর্ট। এর বিক্রয় মূল্য ৩৪৯ মার্কিন ডলার। প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস ইনকর্পোরেটেডের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, অ্যাপল ওয়াচ স্পোর্টের উৎপাদন খরচ ৮৩.৭০ মার্কিন ডলার। যা বিক্রয় মূল্যের এক-চতুর্থাংশ।

আইএইচএসের তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচ স্পোর্টের সবচেয়ে দামি যন্ত্রাংশ হচ্ছে এর ১.৩৪ ইঞ্চির এলজি টাচস্ক্রিন ডিসপ্লে, যার মূল্য সাড়ে ২০ ডলার। সবচেয়ে দামি যন্ত্রাংশের তালিকায় ডিসপ্লের পরেই আছে স্মার্টওয়াচটির রিস্টব্যান্ড আর প্রসেসর। আর সবচেয়ে কম দামের যন্ত্রাংশ হচ্ছে ৩.৮ ভোল্ট ব্যাটারি প্যাক, যার মূল্য এক ডলারেরও কম।

ডিভাইসটির উন্নয়ন, প্রচারণা, সরবরাহ, মেধা সম্পদ, গবেষণাসহ অন্যান্য খরচ এই হিসাবের আওতায় পড়েনি। 

অন্যদিকে অ্যাপল ওয়াচের সাফল্যে খুশি অ্যাপল প্রধান টিম কুক। “ক্রেতাদের প্রতিক্রিয়া আসলেই চমৎকার।”--বলেই জানিয়েছেন তিনি। জুন মাস থেকে বিশ্বের সবদেশে অ্যাপল ওয়াচের সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কুক।