ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে মোবাইল গেইম

পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে গেইম বানানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মোবাইল গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘গ্লু মোবাইল’। এর আগে কিম কারদাশিয়ানকে নিয়ে গেইম বানিয়েছে প্রতিষ্ঠানটি। আর পপ তারকা কেটি পেরিকে নিয়ে গ্লু মোবাইলের তৈরি গেইমটিও বাজারে আসবে চলতি বছরেই। 

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:18 AM
Updated : 3 May 2015, 10:18 AM

ভক্তমহলে ব্যাপক সাড়া পেয়েছে কিম কারদাশিয়ানকে নিয়ে তৈরি গ্লুয়ের মোবাইল গেইমটি। আর এই সাফল্যই মূলত ব্রিটনিকে নিয়ে নতুন মোবাইল গেইম তৈরিতে গ্লুকে উৎসাহিত করছে বলে জানিয়েছে সিএনএন।

গেইমটি নিয়ে নিজেদের উৎসাহের কথা জানিয়েছেন ‘গ্লু’ সিইও নিকোলো ডি মাসি। গেইমটি ব্যাপক সাফল্য পাবে বলে আশা করছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটার, মিউজিক অ্যাপ ভিভো আর ভিডিও শেয়ারিং সেবা ভাইনে স্পিয়ার্স, কারদাশিয়ান, জেনার বোনদ্বয় আর কেটি পেরির ৪০ কোটিরও বেশি ভক্ত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্রিটনি স্পিয়ার্সের এই ‘ফলোয়ারদের’ কাছ থেকে গেইমটি ভালো সাড়া পাবে বলে আশা করছেন গ্লু সিইও।

গেইমটি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে গ্লু।