ফেইসবুক মেসেঞ্জারে ভয়েস কল

মেসেঞ্জার অ্যাপে ভিডিও কল ফিচার যোগ করেছে ফেইসবুক। এই নতুন ফিচার ব্যবহার করা যাবে অ্যাপটির ডেস্কটপ সংস্করণেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 10:47 AM
Updated : 28 April 2015, 10:47 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ‘মোবাইল-টু-ডেস্কটপ’ ভিডিও কলিং ফিচারও খুব শিগগিরই চালু করবে সামাজিক যোগাযোগের এই শীর্ষ মাধ্যমটি।

সোমবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, মেক্সিকো, ওমান এবং নাইজেরিয়া সহ মোট ১৮টি দেশের ব্যবহারকারীরা ফেইসবুক মেসেঞ্জার অ্যাপের ভয়েস কলিং সেবা পাচ্ছেন।

ভয়েস কলিং সেবা যোগ করার মাধ্যমে ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপ, মাইক্রোসফটের স্কাইপ আর গুগল হ্যাংআউটের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর সমপর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।