ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়ালো আইবিএম

আগের প্রান্তিকের থেকে কম হলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়াল স্ট্রিটের অনুমানের চেয়ে বেশি আয় করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। সোমবার নিজেদের প্রথম প্রান্তিকের আয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 12:39 PM
Updated : 27 April 2015, 12:39 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রথম প্রান্তিকের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইবিএমের নতুন মেইনফ্রেম কম্পিউটার।

আইবিএম প্রধান অর্থ কর্মকর্তা মার্টিন জে. শ্রোয়েটারের মতে ‘বছরের শুরুটা বেশ ভালোই হয়েছে’ তাদের। আইবিএমের প্রথম প্রান্তিকের আয় সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, প্রতিষ্ঠানটির মোট আয় পাঁচ শতাংশ কমে দুইশ’ ৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে পরিচালনা মুনাফা চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুইশ’ ৯০ কোটি ডলারে। এই হিসেবে শেয়ার প্রতি আয় নয় শতাংশ বেড়েছে।

প্রথম প্রান্তিকের আর্থিক তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ার মূল্য ২.৯১ ডলার। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা অনুমান করেছিলেন, প্রথম প্রান্তিকের পর আইবিএমের শেয়ার মূল্য হবে ২.৮০ ডলার।