ওয়্যারলেসে ঝুঁকছে লজিটেক

বাংলাদেশের ক্রেতাদের কাছে লজিটেক ইন্টারন্যাশনাল এসএ-এর পরিচিতি মূলত মাউস ও কিবোর্ডের মতো কম্পিউটারের আনুসাঙ্গিক পণ্যের নির্মাতা হিসেবে। তবে এবার কম্পিউটার যন্ত্রাংশ নির্মাণ ছেড়ে ‘ওয়্যারলেস অডিও-ভিডিও’ যন্ত্রাংশ নির্মাণের দিকে ঝোঁকার ঘোষণা দিয়েছে সুইস প্রতিষ্ঠানটি।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 10:38 AM
Updated : 25 April 2015, 10:38 AM

লজিটেক এই ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।

রয়টার্স জানিয়েছে, সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মুনাফার হিসাবে লজিটেকের অর্জন বাজার বিশ্লেষকদের প্রত্যাশার থেকে বেশিই। তবে সার্বিক বিবেচনায় মাউস ও কিবোর্ডের মতো যন্ত্রাংশের চাহিদার কমতির কারণে এই খাত থেকে প্রতিষ্ঠানটির মুনাফা ক্রমশ হ্রাস পেয়েই চলেছে।

অন্যদিকে ‘ওয়্যারলেস’ মিউজিক ও ভিডিও যন্ত্রাংশ খাত থেকে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে। তাই নতুন ওয়্যারলেস মিউজিক স্পিকার, ভিডিও কনফারেন্সিং ডিভাইস এবং ভিডিও গেইম কন্ট্রোলার নির্মাণের দিকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।