‘সার্চ হিস্টরি’ ডাউনলোডের সুবিধা দেবে গুগল

‘সার্চ হিস্টরি’ ডাউনলোডের সেবা চালু করছে ওয়েব জায়ান্ট গুগল। জিপ ফাইল আকারে নিজের গুগল ড্রাইভ অ্যাকাউন্টে সংরক্ষণের পাশাপাশি সার্চ হিস্টরি রাখা যাবে নিজের ডেস্কটপেও।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 09:51 AM
Updated : 24 April 2015, 09:51 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের এই নতুন সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে গুগলের ‘সাপোর্ট পেইজ’-এ। সার্চ হিস্টরির পুরো তালিতা সংগ্রহ করে সংরক্ষণের পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করে জানানো হয়েছে সাপোর্ট পেইজে।

প্রথমে নিজের গুগল অ্যাকাউন্ট থেকে যেতে হবে history.google.com/history লিঙ্কে। এরপর ক্লিক করতে হবে অপশন আইকনে।

নতুন আর্কাইভ করার পরামর্শ দেবে গুগল। ওই আর্কাইভে ডাউনলোড হবে সার্চ হিস্টরি। ডাউনলোডের পর ওই আর্কাইভ গুগল ড্রাইভে জিপ ফাইল আকারে সেইভ হয়ে থাকবে, যেখান থেকে পরবর্তীতে তালিকাটি পিসিতেও নামিয়ে নেওয়া যাবে।

তবে এই সেবা পেতে হলে গুগল সার্চ ইঞ্জিনের ‘সার্চ হিস্টরি’ অপশনটি চালু করতে হবে।