নগ্নতা, হয়রানি: নতুন নীতিমালা ইন্সটাগ্রামে

নগ্নতা ও হয়রানি বিষয়ে নিজেদের কমিউনিটি নীতিমালা আপডেট করেছে ইমেজ শেয়ারিং সামাজিক মাধ্যম ইন্সটাগ্রাম।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:42 PM
Updated : 20 April 2015, 01:42 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, আপডেট করা নীতিমালায় আরও কঠোর ভাষায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কোন ধরনের ছবি কেন আপলোড করা যাবে না।

নীতিমালার ‘ডোন্ট বি রুড’ বিভাগের আপডেটেড নীতিমালায় বলা হয়েছে, জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্মবিশ্বাস, অক্ষমতা, রোগ ইত্যাদি কোনো কিছুর ভিত্তিতে কাউকে আক্রমণাত্নক কিছু বলা এবং কোনো ব্যক্তিকে এ ধরনের কাজে প্ররোচিত করা যাবে না।

অন্যদিকে নগ্নতা বিষয়ে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে নগ্ন নিতম্ব, শারীরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ক ছবি পোস্ট করা যাবে না। এ ছাড়াও ইন্সটাগ্রাম জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে নিরাপত্তার খাতিরে শিশুদের আংশিক বা সম্পূর্ণ নগ্ন ছবি সাইট থেকে মুছে দেবে।