এল দেশি সোশাল অ্যাপ ‘ওগো’

বাংলাদেশি অ্যাপ ডেভেলপারদের প্রতিষ্ঠান ইন্টারক্লাইড ১৪ এপ্রিল নিয়ে এসেছে দেশীয় সামাজিক যোগাযোগভিত্তিক অ্যাপ ‘ওগো’।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 01:26 PM
Updated : 20 April 2015, 01:26 PM

নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের মানুষের জন্য একটি সামাজিক যোগাযোগের মাধ্যম প্রতিষ্ঠা করাই অ্যাপটি তৈরির উদ্দেশ্য। প্রাথমিক ফিচারগুলো নিয়ে ইতোমধ্যেই গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।

একইসঙ্গে একাধিক ব্যবহারকারীর সঙ্গে কথা বলা এবং চ্যাট করা যাবে অ্যাপটিতে, আছে গ্রুপ চ্যাটের ফিচারও। পরবর্তীতে এত যোগ হবে লাইফস্টাইল বিষয়ক কিছু ফিচার।

বাংলাদেশি ব্যবহারকারীদের কথা বিশেষভাবে মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারক্লাইড দল। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবহারকারীদের চাহিদা পূরণ করবে অ্যাপটি, এমনটাই দাবি তাদের।