বিং ও ইয়াহু সার্চে নতুন হিসাব

নিজেদের দশ বছরের সার্চ অংশীদারি চুক্তি সংশোধন করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও ইন্টারনেট জায়ান্ট ইয়াহু। পূর্ববর্তী চুক্তি অনুসারে, ডেস্কটপ ব্যবহারকারীদের মাইক্রোসফট মালিকানাধীন সার্চ ইঞ্জিন বিং-এর সার্চ ফলাফল ও বিজ্ঞাপন দেখাতো ইয়াহু, শুধু মোবাইলের ক্ষেত্রে নিজেদের সার্চ সেবা দিতে পারত প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 10:48 AM
Updated : 19 April 2015, 10:48 AM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার যৌথভাবে ইয়াহু ও মাইক্রোসফট চুক্তি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এ সংশোধনের ফলে, ইয়াহু এখন থেকে তাদের সাইট ও অ্যাপের ভিজিটরদের বিং-এর ফলাফলের পাশাপাশি নিজেদের সার্চ ফলাফল ও বিজ্ঞাপন দেখাতে পারবে। ইয়াহুর ব্যবসায় সার্চ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত বছরে প্রতিষ্ঠানটির মোট আয়ের ৩৫ শতাংশ বা ১৮০ কোটি ডলার এসেছে সার্চ সেবা থেকে।

চুক্তি সংশোধন করা হলেও বিজ্ঞাপনের আয় বন্টন আগের মতোই থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। পূর্ববর্তী চুক্তি অনুসারে, ইয়াহু সাইটে প্রদর্শিত বিজ্ঞাপন আয়ের ৯০ শতাংশ পেত ইয়াহু এবং বাকি দশ শতাংশ মাইক্রোসফট।

প্রতিষ্ঠানদুটি এ চুক্তি সংশোধন বিষয়ে বিস্তারিত আর কোনো কিছু জানাতে রাজি হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।