ক্লাউডভিত্তিক স্বাস্থ্যখাতে আইবিএম

ফিটনেস ট্র্যাকার ও অ্যাপ থেকে পাওয়া ডেটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে নতুন হেলথ ইউনিট ‘ওয়াটসন হেলথ’ চালু করেছে আইবিএম। ওয়াটসন হেলথ ‘নিরাপদ ক্লাউডভিত্তিক ডেটা শেয়ারিং হাব’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 09:14 AM
Updated : 16 April 2015, 12:36 PM

এছাড়াও নতুন ‘এমপ্লয়ি হেলথ অ্যান্ড ওয়েলনেস ম্যানেজমেন্ট সলিউশনস’ তৈরির জন্য মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে জোট বেঁধেছে আইবিএম।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যবহারকারী সম্মতি দিলে তার স্বাস্থ্যসম্পর্কিত সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে ডাক্তার, সংশ্লিষ্ট ব্যক্তি আর বীমা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দিতে পারবে ওয়াটসন হেলথ।

নতুন এই উদ্যোগের জন্য দুটি প্রতিষ্ঠানের মালিকানা কিনেছে আইবিএম। এর মধ্যে এক্সপ্লোরাইস বিশ্বের বৃহত্তম হেলথ কেয়ার ডেটাবেইজগুলোর একটি। আর ডিজিটাল মেডিকাল রেকর্ড সিস্টেম নিয়ে কাজ করে ফিটেল।

নিজেদের এই উদ্যোগ প্রসঙ্গে আইবিএম জানিয়েছে, সেবাটির মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এমন ব্যাপারগুলোর পরিপূর্ণ একটি চিত্র তুলে ধরতে চাইছে তারা।