পি৮ স্মার্টফোন নিয়ে এল হুয়াওয়েই

লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৮ উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়েই। পি৮-কে হুয়াওয়েই চিহ্নিত করছে ‘প্রিমিয়াম’ স্মার্টফোন হিসেবে। স্মার্টফোনটি দিয়ে ‘পেশাদার’ ফটোগ্রাফি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 09:10 AM
Updated : 16 April 2015, 12:35 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লাইট পেইন্টিং এবং লো-লাইট এক্সপোজার ফিচার আছে পি৮-এর ক্যামেরায়। পি৮-এর দুটি মডেল বাজারজাত করবে হুয়াওয়েই। মূল মডেলটিতে থাকবে ৫.৮ ইঞ্চির স্ক্রিন। আর পি৮ম্যাক্সের স্ক্রিন হবে ৬.২ ইঞ্চি।

১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে উভয় মডেলে। পি৮ দিয়ে তোলা ছবি আইফোন ৬-এর থেকেও ভালো হবে বলে ইঙ্গিত করেছে হুয়াওয়েই— জানিয়েছে বিবিসি।

তবে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বেন উডের মতে ক্রেতারা হুয়াওয়েইর পণ্যগুলোকে এখনও স্বল্প দামের বিকল্প স্মার্টফোন হিসেবে বিবেচনা করেন।

বিলাসবহুল স্মার্টফোনের বাজার এখনও অ্যাপলের দখলে। এই বাজারে স্যামসাং নিজেদের অবস্থান ধরে রাখতে পারলেও হুয়াওয়েইর কতটা সাফল্য পাবে সে ব্যাপারে অনিশ্চয়তা কথাই জানিয়েছেন ওই বিশ্লেষক।