স্মার্টফোনে ‘নকল’, বহিষ্কার গ্র্যান্ডমাস্টার

প্রতিযোগিতা চলাকালে বাথরুমে লুকিয়ে রাখা স্মার্টফোন ব্যবহার করে দুবাই ওপেন থেকে বহিষ্কার হয়েছেন জর্জিয়ার জাতীয় দাবা চ্যাম্পিয়ন ও গ্র্যান্ডমাস্টার গাইওজ নিগালিদজে। ওই স্মার্টফোনে দাবা খেলার একটা অ্যাপও চালু করে রেখেছিলেন তিনি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 03:10 PM
Updated : 15 April 2015, 03:10 PM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ চলাকালে অবস্থায় নিগালিদজে ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী আর্মেনিয়ান চ্যাম্পিয়ন। অভিযোগ তদন্ত করতে গিয়ে বাথরুমের ট্র্যাশবিনে স্মার্টফোনটি খুঁজে পায় কর্তৃপক্ষ।

দুবাই ওপেনে অংশ নিয়ে লড়ছিলেন ওই দুই দাবাড়ু। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ১২ হাজার মার্কিন ডলার।

নিগালিদজে স্মার্টফোনটির মালিকানা অস্বীকার করেছেন। অবশ্য ওই স্মার্টফোনে লগড ইন অবস্থায় ছিল তার নিজের ফেইসবুক অ্যাকাউন্টটি।

নিগালিদজের ঘটনা তদন্ত করে দেখবে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের অ্যান্টি-চিটিং কমিশন। দোষী প্রমাণিত হলে তিন বছরের জন্য সব ধরনের দাবা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারেন তিনি।