আইওটিতে আইবিএমের ৩০০ কোটি ডলার

নতুন ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটি ‘বিজনেস ইউনিট’ নির্মাণের লক্ষ্যে আগামী ৪ বছরে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 12:53 PM
Updated : 31 March 2015, 12:53 PM

ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ‘কানেক্টেড ডিভাইস’ থেকে ডেটা সংগ্রহ করবে আইবিএমের ওই বিজনেস ইউনিট, যা পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাজ সহজ করতে সাহায্য করবে।

আইবিএম-এর মতে মোবাইল ডিভাইস, ‘কানেক্টেড ভেইক্ল’ আর ইন্টারনেট সংযোগ আছে এমন ‘হোম অ্যাপ্লায়েন্স ডিভাইস’ থেকে সংগ্রহ করা ডেটার ৯০ শতাংশই বিশ্লেষণ করা হয় না। টুইটারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে ক্লাউডভিত্তিক ডেটা সার্ভিস এবং টুল তৈরির পরিকল্পনা করছে আইবিএম।

এই প্রকল্পের অংশ হিসেবে জার্মানিভিত্তিক অটোমোবাইল টায়ার নির্মাতা কন্টিনেন্টাল এজি এবং জেট ইঞ্জিন নির্মাতা প্র্যাট অ্যান্ড হুইটনির মতো একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছে আইবিএম।